সৈয়দপুর ইউনিয়নের শতকরা ৭০% লোকজন কৃষি ও সেচ কাজের উপর নির্ভরশীল। প্রতি বছর সেচ ও কৃষি খাত থেকে প্রচুর পরিমান কৃষকগন আয় করে থাকেন। যাহা অত্র এলাকার মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করে থাকে। কৃষি কাজের পাশাপাশি এখানে ধান, ডাল, গম , আখ সহ বিভিন্ন সবজি চাষ করা হয়। এই ইউনিয়নের মানুষ মাছ চাষে বেশ এগিয়ে প্রায় পুকুরে মিঠ পানির মাছ চাষ করা হয়। এগুলোর মধ্যে পাঙ্গাস, তেলাপিয়া, রুই, কাতল, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। ইউনিয়নের অধিকাংশ জনসাধারনই দরিদ্র ও হত দরিদ্র। এখানে ধান, ডাল, গম , আখ সহ বিভিন্ন সবজি চাষ করা হয়। এই ইউনিয়নের মানুষ মাছ চাষে বেশ এগিয়ে প্রায় পুকুরে মিঠ পানির মাছ চাষ করা হয়। এগুলোর মধ্যে পাঙ্গাস, তেলাপিয়া, রুই, কাতল, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS